In winter, the whole hand shirt of thick cloth
entered into the boys fashion.
Shirts
hanging on the boys' hangover The more handy shirt, the whole hand shirt. Say
winter And the whole hand shirt can be stopped like winter, so fashion can be
done well, Boys' style or fashion is meant to full sleeved shirts. Ever open
the chest, sometimes turn the collar. If you do not take three-quarters of
the shirt's long sleeve, do not feel good.
Filled with variety
Even if you want to pose in front of the camera,
there will be a style, look at the shirt stripping. In the winter the full
shirt market is more pleasant than in the whole year. The new design is made.
The formal shirt has its own style. Monochrome, or check or square. But
casual shirt means thousands of designs, eye-catching viewing options. There
was no exception. Diversified variety of boys' full hand shirts.
Talking to Fashion House Gentle Park's
proprietors and designers, the same hint was found that at this time dress for
boys meant jacket and full shirt. After wearing a T-shirt, take a thick shirt
on it and then gone cold. The style will also be fine.
Thick cloth shirt
If you want to pick up a thick shirt, you can see
jeans clothes. The comfortable shirt is made of jeans wash nowadays. There are
different types of wash. Blue-eyed, copper or black color is changing. Stone
Wash is now the most popular genus cloth. Destiny Wash, Sunbelt Wash is being
done in jeans too. And these are the main causes of the wash, making the jeans
more comfortable,and more softening.
After making shirts, the design of embroidery is
being specially designed in Stone Wash locations. Because, there will be a
variety of embroideries in the dress.
Sailor's men's division designer said,
"There is no difference between the cut and the stitches of shirts. But
since the changes in the design of the boys are small changes, so many times
it does not look easy.
International
fashion
It will be popular in international fashion,
chemo or military print shirts. The full hand printed shirt has a military
style of different motif badges. This shirt has been made in an enamel wash,
so that the clothes are wearable or soft. Cool dyed shirts are in the market.
Where the upper part of the shirt has one color in the lower part and another
color.
Chopstop
shirt
There is a shirt on the nature and various types
of animals. Among them birds, dinosaurs, crocodiles, butterflies, rabbits,
leaves, flowers etc. The collar design showed short collar, long collar, band
collar and round neck collar. The work of the chestnut booty is also seen on
the full hand shirt, which is used in the original color inspiration of the
shirt.
Sew
thick coats
The thick shirts are now used in cotton shirts.
Vendors say, the demand for thick shirts is seen among the buyers. Everyone
is buying these fat shirts for the winter solstice. Many people are wearing
shirts made of cloths.
But the main khadi is now more than the hand
weaving from the mechanical weaving, and the cotton has become soft and
comfortable. They are becoming colorful again. There are many different
shades of green clothes in boys' clothes. It is understood to see the shirt
color. And in this season, the colors are seen in black or Indigo colors. In
addition to these two colors on the shirt, there are many bright colors.
|
(Translate To Bangla)
ছেলেদের ফ্যাশনে পুরো হাতার শার্ট
শীত
এলেই মোটা কাপড়ের পুরো
হাতার শার্ট ঢুকে পড়ে ছেলেদের
ফ্যাশনে।
ছেলেদের হ্যাঙারে ঝুলতে থাকে শার্ট।
আরও খোলাসা করে বললে, পুরো
হাতার শার্ট। শীতকাল
বলে কথা। আর
পুরো হাতার শার্টে শীত যেমন ঠেকানো
যায়, তেমনি ফ্যাশনটাও করা যায় ভালোভাবেই,
ছেলেদের স্টাইল বা ফ্যাশনে একহাত
নেওয়া মানেই ফুল হাতা শার্ট। কখনো
বুক খোলা, কখনো কলার তোলা। শার্টের
লম্বা হাতা গুটিয়ে থ্রি–কোয়ার্টার করে না নিলে
যেন ভাবটাই জমে না।
বৈচিত্র্যে
ভরা
ক্যামেরার
সামনে পোজ দিতে গেলেও
একটা স্টাইল আসবেই,শার্টের হাতা তুলতে তুলতে
তাকানো। সারা
বছরের তুলনায় শীতে ফুল হাতা
শার্টের বাজার বেশি রমরমা থাকে। তৈরি
হয় নতুন নতুন নকশা। ফরমাল
শার্টের তো একটা নিজস্ব
ধরন আছে। একরঙা,
নয়তো চেক বা চৌকো। কিন্তু
ক্যাজুয়াল শার্ট মানে হাজারটা নকশা,
বিকল্প দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যাওয়া। এবারও
তার ব্যতিক্রম ঘটেনি। ছেলেদের
ফুল হাতার শার্টে বৈচিত্র্য ভরপুর।
ফ্যাশন
হাউস জেন্টল পার্কের স্বত্বাধিকারী ও ডিজাইনার সঙ্গে
কথা বলেও একই ইঙ্গিত
পাওয়া গেল, এই সময়ে
ছেলেদের জন্য পোশাক মানেই
জ্যাকেট আর ফুল হাতা
শার্ট। নিচে
একটা টি-শার্ট পরে
তার ওপর মোটা কাপড়ের
একটা শার্ট পরে নিলে শীত
পালাবে। আবার
স্টাইলও হবে ঠিকঠাক।
মোটা
শার্ট বাছাই করতে গেলেই আগে
দেখা মিলবে জিনস কাপড়ের।
জিনস ওয়াশ করে আরামদায়ক
শার্ট তৈরি হচ্ছে আজকাল। ওয়াশের
ধরনও নানা রকম।
অ্যাসিড দিয়ে ঝলসে নীল
জিনসের চেহারা বদলে করা হচ্ছে
হালকা নীল, তামাটে বা
কালচে রং। স্টোন
ওয়াশও এখন দারুণ জনপ্রিয়
জিনসের কাপড়ে। জিনসে
আরও করা হচ্ছে ডেস্ট্রয়
ওয়াশ, সানব্লাস্ট ওয়াশ। আর
এসব ওয়াশের প্রধান কারণ, জিনসকে আরও আরামদায়ক করা,
আরও নরম করা।
শার্ট
তৈরির পর স্টোন ওয়াশের
জায়গাগুলোতে, বিশেষভাবে এমব্রয়ডারির নকশা করা হচ্ছে। কারণ,
পোশাকে বছরজুড়ে নানা রকম এমব্রয়ডারির
চল থাকবে।
সেইলরের
পুরুষ বিভাগের ডিজাইনার বলেন, শুধু ওয়াশ না,
শার্টের কাট ও সেলাইয়ে
ভিন্নতা এসেছে অনেক। তবে
ছেলেদের পোশাকের নকশায় যেহেতু ছোট ছোট পরিবর্তন
আসে, তাই অনেক সময়
সহজে নজরে পড়ে না।
আন্তর্জাতিক
ফ্যাশনে
এবার
আন্তর্জাতিক ফ্যাশনে জনপ্রিয়তা থাকবে কেমো বা মিলিটারি
প্রিন্টের শার্ট। ফুল
হাতার কেমো প্রিন্টের শার্টে
মিলিটারি স্টাইল বিভিন্ন মোটিফের ব্যাজ ব্যবহার করা হয়েছে।
এই শার্টে করা হয়েছে অ্যানজাম
ওয়াশ, যাতে কাপড়টা পরার
উপযোগী বা নরম হয়। কুল
ডাই করা শার্টও আছে
বাজারে। যেখানে
শার্টের ওপরের অংশে এক রং
আবার নিচের অংশে থাকে আরেক
রং।
ছোপছাপের শার্ট
প্রকৃতি
ও নানা রকম পশু–পাখির প্রিন্ট এবারও শার্টে আছে। এর
মধ্যে পাখি, ডাইনোসর, কুমির, প্রজাপতি, খরগোশ, পাতা, ফুল ইত্যাদি।
কলারের নকশায় দেখা গেল খাটো
কলার, লম্বা কলার, ব্যান্ড কলার ও রাউন্ড
নেকের কলার। বুটি
বুটি সুতার কাজও ফুল হাতার
শার্টে চোখে পড়ছে, যা
শার্টের মূল রঙের অনুপ্রেরণাতেই
ব্যবহার করা হচ্ছে।
সেলাই মোটা সুতায়
সুতি
শার্টের মধ্যে এখন বেশি দেখা
যাচ্ছে মোটা সুতার ব্যবহার। বিক্রেতারা
বলছেন, ক্রেতাদের মধ্যে মোটা শার্টের চাহিদা
দেখা যাচ্ছে। সবাই
শীত নিবারণের জন্য এই মোটা
শার্ট কিনছেন। অনেকে
তো খাদির কাপড়ে তৈরি শার্টও পরছেন।
তবে
মূল খাদি এখন হাত
তাঁত থেকে যান্ত্রিক তাঁতে
বেশি হওয়ায় সুতা চিকন ও
নরম হয়ে পড়েছে।
সেসব আবার রঙিনও হয়ে
উঠছে। ছেলেদের
পোশাকে সবুজের নানা শেড এবার
বেশি চলবে। সেটা
শার্টের রং দেখেও বোঝা
যাচ্ছে। আর
এই মৌসুমে পোশাকে কালচে বা ইন্ডিগো রং
বেশি পরতে দেখা যায়। শার্টে
এই দুটি রং ছাড়াও
নানা উজ্জ্বল রং দেখা যাচ্ছে।
|
Friday, January 18, 2019
Men’s Fashion of Full Hand Shirt in Winter
Subscribe to:
Posts (Atom)